ঢাবি-এ ‘বঙ্গবন্ধু ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত
মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রযুক্তিনির্ভর বাংলাদশ’ শীর্ষক এক ওয়েবিনার গত ৩১ অক্টোবর ২০২০ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়র প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি এবং ফলিত গণিত বিভাগের অনারারী অধ্যাপক ড. মুহাম্মদ মুবারক হোসেন বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলন।
ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. শামীম আহমদ দেওয়ান। এতে অন্যান্যের মধ্যে আলাচনায় অংশগ্রহণ করেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু, বিভাগীয় অধ্যাপক ড. লাফিফা জামাল, বিভাগীয় প্রভাষক মোঃ আরিফুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী এবং ডেটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটড-এর ম্যানেজিং ডিরেক্টর মাহবুব জামান।
—————-
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযাগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়